সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

sylhet

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাড়ে পাঁচটার দিকে যুবলীগ নেতা শামীম বাহিনীর সমর্থনপুষ্ট আবদুল আলীর গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল আলী গ্রুপের হরমুজ আলী (৬০) ও আফতাব আলী গ্রুপের কোম্পানীগঞ্জ গ্রামের  রুহুল আমীন (৩০)। কোম্পানীগঞ্জ পাথর কোয়ারীর দখল নিয়ে দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা শামীমের বাহিনী ও আবদুল আলীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। সম্প্রতি শামীমের সঙ্গে আবদুল আলীর আপোষ রফা হয়। কিন্তু নতুন প্রতিপক্ষ হয়ে দাঁড়ান কোম্পানীগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা। কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারীর দখল নিতে মরিয়া হয়ে উঠেন উভয় গ্রুপই।এ নিয়ে সোমবার সন্ধ্যার পর কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কোম্পানীগঞ্জ গ্রামের আফতাব আলী কালা ও আবদুল আলীর লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এ সময় উভয় পক্ষে ইটপাটকেল ও শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনায় ঘটে। এ সময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ওই দুজন নিহত হন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন আহমদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply