বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আজ চট্টগ্রামের ১০ জেলায় জামায়াতের হরতাল

CTG

 

চট্টগ্রাম, ১৫ জানুয়ারি : আজ বুধবার চট্টগ্রাম বিভাগের ১০ জেলার হরতালের ডাক দিয়েছে জামায়াত শিবির। গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াত শিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিভাগের ১০ জেলায় বুধবার হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় হরতালের ডাক দিয়েছিলো জামায়াত শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মামুন হায়দার হত্যার প্রতিবাদে জামায়াত শিবির এই হরতালের ডাক দেয়। শিবিরের ডাকা এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ১৮ দল চট্টগ্রামের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী দুপুরে জামায়াত শিবিরের হরতালে সমর্থন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার জামায়াত শিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ জেলাসহ এর আওতা বিস্তৃত করে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় হরতাল পালন করা হবে। আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপুর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালিত হবে বলে শিবিরের নেতারা বিবৃতিতে জানিয়েছেন। উল্লেখ্য গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে মামুন হায়দার নামের এক শিবির নেতা নিহত হন। নিহত মামুন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র ও শাহ আমানত হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন।

Leave a Reply