নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সকল দলের নেতা-কর্মীদের অবিরাম সংগ্রামে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ্উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতন আসন্ন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই সবাইকে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে।শনিবার সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়। প্রধানমন্ত্রীর বাবা বাকশালী সংশোধনের মাধ্যমে তৎকালীন সংসদকে আরও এক মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সভানেত্রীও আইন জারী করে আরেকবারের জন্য এই সংসদকে বিনাভোটে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিতে পারেন।তিনি অভিযোগ করে বলেন, ‘একতরফা নির্বাচনে শিক্ষক সমাজের একটি বড়অংশ দায়িত্বপালনে অপারগতা প্রকাশ করেছে সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য এই অবৈধ সরকার ও তার গৃহপালিত নির্বাচন কমিশন গোঁ ধরে বসে আছে’।বিএনপির মুখপাত্র বলেন, আমরা নির্বাচন কমিশনকে আবারও আহ্বান জানাই- সরকারের তল্পিবাহক না হয়ে একতরফা প্রহসনের নির্বাচন অবিলম্বে স্থগিত করুন। অন্যথায় জাতির ইতিহাসে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন।প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে আহবান জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আপনারা জনগণ এবং রাষ্ট্রের সেবক হিসেবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন। কোনো ব্যক্তি কিংবা দলের অবৈধ ইচ্ছা বা আদেশ পালনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবেন না। জনগণের শত্রুর মতো আচরণ করবেন না’।
উৎস- যুগান্তর