রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আওয়ামী লীগ-বিএনপির বৈঠকে দুই প্রস্তাব

fk

 

সঙ্কট সমাধানে তৃতীয় দফা বৈঠকে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিজেদের প্রস্তাব উপস্থাপন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। বিকাল চারটার দিকে গুলশানে অবস্থিত ইউএনডিপির ঢাকা অফিসে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টার দিকে। এতে সংস্থাটির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকারও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। তারাও প্রস্তাব দিয়েছেন। এখন উভয় প্রস্তাবের বিষয়ে দুই দলই শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে করণীয় নির্ধারণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা জানান সাংবাদিকদের। বৈঠক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে দুই দফা বৈঠক করেন নেতারা।

Leave a Reply