অবরোধের কারণে ভেঙ্গে পড়েছে সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা, কোথাও যাত্রিবাহী বা পণ্য পরিবহণে যানবাহন খুব একটা দেখা যায়নি। রাজধানী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস, ঢাকার বাইরে থেকেও সকালে ছেড়ে আসেনি দূরপাল্লার কোনো বাহন। আটচল্লিশ ঘণ্টার অবরোধের প্রথম দিন। গাবতলী টার্মনালে সকাল থেকেই ছিল যাত্রীদের উপস্থিতি। তবে ছেড়ে যায়নি কোন দুরপাল্লার বাস। সায়দাবাদ আর মহাখালী বাস টার্মিনালেও ছিল একই চিত্র। এছাড়া রাজধানীর বাইরেও দুরপাল্লার যনবাহন চলাচল ছিলো না বললেই চলে। নাশকতার আতঙ্কে রাজধানীর সড়কগুলোতে নগরপরিবহনের সংখ্যাও ছিল বেশ কম। এদিকে এই অবরোধে দোকানগুলো খোলা থাকলেও বিক্রেতারা দেখা পায়নি ক্রেতাদের। হরতাল আর অবরোধের পার্থক্য খুঁজতে থাকা মানুষের মধ্যে আতঙ্কটা ছিলো একই।