শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৯টি ইউনিয়নে উত্তেজনাপূর্ণ ভোটের মাধ্যমে মনোনয়ন মীরসরাইয়ে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

12771480_1069242149794230_2748524833487080533_o-1
নিজস্ব প্রতিবেদক॥
মীরসরাইয়ে ১৬টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষণা মোতাবেক দলীয় প্রতীকে নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ৯টি ইউনিয়নে তৃণমূল নেতৃর্ত্বের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ২নং হিঙ্গুলী, ৩নং জোরারগঞ্জ, ৪নং ধূম, ৫নং ওচমানপুর, ৬নং ইছাখালী, ৭নং কাটাছরা, ৮নং দূর্গাপুর, ৯নং মীরসরাই, ১৬নং সাহেরখালী এই ৯টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ঘোষণার পর বিভিন্ন ইউনিয়নে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের প্রায় অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশীরা মীরসরাইয়ের অভিভাবক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র নিকট বিভিন্ন গ্রুপিং লবিং এর মাধ্যমে ধর্ণা দিচ্ছেন। পরে মন্ত্রীর নির্দেশে ইউনিয়ন আ.লীগের তৃণমূল নেতৃবৃন্দের ভোটাভুটির মাধ্যমে ৯টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করা হয়। ২নং হিঙ্গুলীতে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হারুন, ৩নং জোরারগঞ্জে বর্তমান চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী, ৪নং ধুম ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর ভূঁঞা, ৫নং ওচমানপুর ইউনিয়নে মফিজ সারেং, ৬নং ইছাখালীতে মীরসরাই উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, ৭নং কাটাছরা সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ূন, ৮নং দূর্গাপুরে ইউনিয়ন আ.লীগের সাধারণ আবু সুফিয়ান বিপ্লব, ৯নং মীরসরাইয়ে উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক এমরান উদ্দিন। ১৬নং সাহেরখালী ইউনিয়নের মীরসরাই উপজেলা যুবলীগের যুগ্ন-আহব্বায়ক কামরুল হায়দার চৌধুরী।
উত্তরজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সিডিএ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন জানান, ইউপি নির্বাচনে হাই কমান্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীর তালিকা বাংলাদেশ আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পাঠানো হবে। তিনি প্রার্থীদের দলীয় প্রতীকে মনোনয়ন দিবেন।