শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সোনারগাঁয়ে জলাতঙ্ক নির্মূলে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

12736065_1233622239999598_1108128612_n

খবরিকা ডেস্ক: সোনারগাঁও পৌরসভায় জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রমের প্রশিক্ষন কর্মশালা মঙ্গলবার দুপুরে পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্দোগ্যে ২০২০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোনারগাঁ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, ভেটেনারি সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কনসালটেন্ট ডাঃ সুদেব সরকার, এমডিভি কনসালটেন্ট ডাঃ চন্দন সরকার, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী ভূঁঞা, পৌরসভার সচিব মোঃ সামসুল আলম, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ লিয়াকত আলী প্রমুখ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কনসালটেন্ট ডাঃ সুদেব সরকার বলেন, “একটি এলাকার প্রায় ৭০ ভাগের অধিক কুকুরকে তিন রাউন্ড জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হলে সেই এলাকা জলাতঙ্ক হতে মুক্ত হবে। তাই সোনারগাঁও পৌরসভাকে জলাতঙ্ক মুক্ত করতে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচীর সফল করার জন্য সকল পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন। ” স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধিনে সোনারগাঁও পৌরসভাকে জলাতঙ্ক রোগমুক্ত করার জন্য আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত এ পৌরসভার সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হবে।