শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সরকারের উন্নয়নকে তৃণমূলে ধরে রাখতে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি- মফিজ সারেং

g888888
খবরিকা ডেস্ক:  মীরসরাইয়ে ১৬টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষণা মোতাবেক দলীয় প্রতীকে নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ৯টি ইউনিয়নে তৃণমূল নেতৃর্ত্বের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ২নং হিঙ্গুলী, ৩নং জোরারগঞ্জ, ৪নং ধূম, ৫নং ওচমানপুর, ৬নং ইছাখালী, ৭নং কাটাছরা, ৮নং দূর্গাপুর, ৯নং মীরসরাই, ১৬নং সাহেরখালী এই ৯টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি ইউনিয়নের মত ৫নং ওচমানপুর ইউনিয়ন থেকে এবার আওয়ামীলীগের নৌকা প্রতীকে লড়বেন মফিজ সারেং। তিনি আজ দুপুর ২টায় উপজেলা সমাজ সেবা অফিসার জসিম উদ্দিনের  হাত থেকে মনোনয়ন পত্র নেন। এই সময় উপস্থি ছিলেন ৫নং ওচমানপুর ইউনিয়ন কমান্ডার নুরুল মোস্তফা, ৫নং ওচমানপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ আলম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম চৌধুরী, যুবলীগের সাবেক সভাপতি নুরুন নবী সহ আরো অনেকে। ইউনিয়ন কমান্ডার নুরুল মোস্তফা বলেন, মফিজ সারেং ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেন। ছাত্র জীবন থেকে বর্তমান কাল পর্যন্ত সমাজ ও নিজের এলাকার জন্য অনেকগুলো সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। মফিজ সারেং নির্বাচনে বিজয়ী হলে, আশা করি সমাজের জন্য আরো অনেক কিছু করবেন।
নির্বাচনে মনোনয়ন নিয়ে মফিজ সারেং বলেন, বল্যকাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি। সব সময় আমার সমাজ ও এলাকার জন্য কাজ করে আসছি। সরকারের উন্নয়নের দ্বারাকে তৃণমূল পর্যন্ত নিয়ে আসতে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি যদি নির্বাচনে জয় লাভ করি তাহলে আমি আমার ইউনিয়ন এর সাথে সাথে দেশ ও জাতীর জন্য কাজ করব।

মীরসরাই প্রতিনিধি: