শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সভাপতি মাষ্টার গিয়াস, সম্পাদক সাংবাদিক রাজীব মীরসরাই কবিতা পরিষদের কমিটি গঠিত

kobita-p-01

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই কবিতা পরিষদের এক সাংগঠনিক ক্রান্তি লগ্নে সংগঠনের একটি নতুন কমিটি গত ৩ মাস আগে (১২ আগষ্ট, ২০১৬ ইং ) গঠন করা হয়েছিল। এরপর সাংগঠনিক মতৈক্য গঠনের লে মাতৃকা হাসপাতালে এক জরুরী মত বিনিময় সভা আহ্বান করেন সংস্কৃতি অনুরাগী ডাঃ জামশেদ আলম, মীরসরাই কলেজের অধ্য নুরুল আবছার সহ সুশীল ব্যক্তিগন। উক্ত সভায় একটি নিরপে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। কিন্তু সম্প্রতি উক্ত আহ্বায়ক কমিটির ডাঃ জামশেদ, অধ্য নুরুল আবছার, নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মোহাম্মদ শাহ আলম ও শাহাদাত হোসেন স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁদের অপারগতার ও আহ্বায়ক কমিটি বিলুপ্তির ঘোষনা জানান। উক্ত ঘোষনার নিরিখে গত ১৩ নভেম্বর রবিবার সকার ১০টায় মীরসরাই কলেজ রোডস্থ করিম মার্কেটের ৩য় তলায় মীরসরাই প্রেস কাব মিলনায়তনে এক সভা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসস্মতিক্রমে কবি ও প্রাবন্ধিক মাষ্টার গিয়াস উদ্দিনকে সভাপতি, সাংবাদিক রাজিব মজুমদার কে সাধারন সম্পাদক ও ইলিয়াছ রিপন কে সাংগঠনিক সম্পাদক করে এক কমিটি গঠন করা হয়। সংগঠনের অন্যান্য কর্মকর্তাগন সহ সভাপতি যথাক্রমে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, রণজিত ধর,আমিনুল হক, শাহাদাৎ হোসেন চৌধুরী, রাজু কুমার দে, শরীফ উদ্দিন শিবলু। যুগ্ম সম্পাদক যথাক্রমে নাজমুল হাসান, শামীম খান যুবরাজ ,রিপন গোপ পিন্টু। ইমাম হোসেনকে সহ সাংগঠনিক সম্পাদক, আনোয়ারুল হক নিজামী প্রকাশনা সম্পাদক, মোঃ ইউসুফকে আইটি সম্পাদক, রনি সানোয়ারকে প্রচার সম্পাদক, তৌহিদুল ইসলামকে সহ প্রচার সম্পাদক, টুইংকেল বড়–য়াকে দপ্তর সম্পাদক, প্রভাষক কুহেলী বড়–য়াকে মহিলা সম্পাদিকা, শিকিা কেয়া চক্রবর্তীকে সহ মহিলা সম্পাদিকা নির্বাচিত করা হয়। এছাড়া সাংবাদিক নাছির উদ্দিন, শাহনেওয়াজ লিংকন, কাজী সাইফুল ইসলাম, নিরুপা দাশ, কামরুল ইসলাম, শ্রাবন্তী দাসকে নির্বাহী সদস্য করা হয়। এছাড়া বিশিষ্ট নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিমকে উপদেষ্টা চেয়ারম্যান, কবি শাহাদাত হোসেন লিটনকে উপদেষ্টা সচিব, অধ্যাপক আখতারুজ্জামান, মাহমুদ নজরুল, সুভাস সরকার, অধ্যাপক নজরুল ইসলামকে উপদেষ্টা নির্বাচিত করা হয়। সবশেষে কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান পলাশ বলেন এই কমিটি শীঘ্রই উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত সাবেক সকল কর্মকর্তাগনকে নিয়ে একটি জয়ন্তী অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করবে। এছাড়া শীঘ্রই হেমন্ত ও শীত উৎসব সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সভার ব্যাপক উদ্যোগ গ্রহন করবে।