শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সংসদ ভেঙ্গে আগাম নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

 

thai-minister1-300x199

অতি শিগ্রই সংসদ ভেঙ্গে দিয়ে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওত্রা ।সোমবার ভোঁরে জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে এই কথা বলেন ইংলাক । তিনি বলেন, সংসদ ভেঙ্গে দেয়া হবে এবং যতো তাড়াতাড়ি সম্ভব সাধারণ নির্বাচন দেয়া হবে। তিনি আরও বলেন , আর কোনো জীবনহানি দেখতে চায় না তার সরকার।থাইল্যান্ডের বিরোধীদলীয় সংসদ সদস্যরা দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে গণ-পদত্যাগ করার একদিন পরে এ ঘোষণা দিলেন ইংলাক।বিশ্লেষকরা মনে করছেন , নির্বাচন দেয়ায় দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীদের চাপের মুখে পড়বে এবং সরকারের সঙ্গে একটি আপোষ রফায় আসতে বাধ্য হতে হবে ।এদিকে শুধু নির্বাচনের ঘোষণায় তারা সন্তুষ্ট নয় সরকার বিরোধী আন্দোলনের নেতারা । তারা দাবি করেছে , নির্বাচনের পাশাপাশি থাইল্যান্ডকে থাকসিনের প্রভাবমুক্ত রাখতে হবে । থাইল্যান্ডের ধনকুবের ব্যবসায়ী থাকসিন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় । ক্ষমতা হারানর পর থেকে নির্বাসনে জীবন যাপন করছেন থাকসিন ।গত ১১ নভেম্বর থেকে থাইল্যান্ডে সরকার-বিরোধী বিক্ষোভ শুরু হলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর ব্যাপকমাত্রায় টিয়ারগ্যাস, পানিকামান ও রাবার বুলেট ছোঁড়ে। এর মধ্যদিয়েই বিক্ষোভকারীরা বেশ কয়েকটি মন্ত্রণালয় দখল করে নিয়েছিল এবং পুলিশ সদরদপ্তর দখলের চেষ্টা করেছিল।

Leave a Reply