শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মে দিবস : হামিমা জামিল রুমা

পৃথিবীতে প্রতিটা মানুষই শ্রমিক
আর প্রতিটা কাজই শ্রমের বিনিময়ে হয়
কাজ তো কাজই আর প্রতিটা কাজের প্রতি
ভালোবাসাটাও একই।
প্রতিটা কাজ হয় সম্মান ও আন্তরিকতা দিয়ে
প্রতিটা কাজের পেছনে থাকে সুষ্ঠু পরিকল্পনা,
আর প্রতিটা পরিকল্পনার পিছনে থাকে
একটি করে স্মৃতিময় গল্পের কাহিনী।
তাইতো প্রচুর ঘাম ও শ্রম দিয়ে করা কাজগুলোর
প্রতি থাকে অন্যরকম ভালোবাসার একটা মায়া।
মায়ার এই পৃথিবীতে হাজার ভাঙাগড়া
গল্পের সৃষ্টি হয় শ্রমিকের শ্রমের বিনিময়ে ,
কাজের প্রতি আন্তরিকতা ও অটুট
ভালোবাসার কারণেই পৃথিবী আজ এত সমৃদ্ধ।


তারাইতো আসল শ্রমিক যারা এক একটি ইট আর
বালুকণা দিয়ে তৈরি করছে বড় বড় দালান
তারাইতো আসল শ্রমিক যারা মাটির বুকে
ফসল ফলিয়ে খাবারের যোগান করে দেয়।
তারাইতো আসল শ্রমিক যারা দিনরাত তাদের শ্রম দিয়ে
গার্মেন্টসে কাজ করে বস্ত্রের যোগান দেয়।
শ্রমের মাঠে প্রতিটা মানুষই উপযুক্ত শ্রমিক,
এখানে কোনো ভেদাভেদ নাই কে গরিব কে ধনী
এখানে কেবল কথা একটাই আমরা হলাম মানুষজাতি!
প্রতিটা দিনই শ্রমিক দিবস হোক আর
সব শ্রমিকের জন্য থাকুক সমান
সম্মান ও ভালোবাসা।