শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মীরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মীরসরাই উপজেলা প্রাণিসম্পদ অফিসের গৃহীত কর্মপরিকল্পনার বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা। ১৬ মার্চ বিকাল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার গৃহীত বিভিন্ন কর্মসূচীর বিষয়ে জানান, ‘মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা বছর ভ্যাপী ১৬টি ইউনিয়নে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন, র্স্মাট লাইভষ্টক ভিলেজসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম, বিভিন্ন স্কুলে পুষ্টি বিষয়ক সেমিনার সহ বিভিন্ন কার্যকম পরিচালনা করবো। এই কার্যক্রম পুরো বছরজুড়ে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। তবে সম্প্রতি করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের গৃহীত কার্যক্রম গুলো পরিবেশ পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আয়োজন করবো। আর এতে আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা ও পরার্মশ একান্ত প্রয়োজন।’
উক্ত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ভেটিরিনারী সার্জন ডা. জয়ীতা বসু ও উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম।