শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে পাক্ষিক খবরিকার উদ্যোগে আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

received_1672657382994088-300x184

 

নিজস্ব প্রতিবেদক: গতকাল ১ ফেব্রুয়ারি পাক্ষিক খবরিকার উদ্যেগে মীরসরাই ত্রিপুরা পাড়ায় প্রায় একশত পরিবারকে শীতবস্ত্র ( কম্বল ) বিতরণ করা হয়। সোমবার অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের শীতের প্রকপ হতে রক্ষা করতে পাক্ষিক খবরিকা এ কার্যক্রম সম্পন্ন করে।

শীতবস্ত্র বিতরন প্রসঙ্গে খবরিকা সম্পাদক মাহবুব পলাশ বলেন, “ত্রিপুরা জনগোষ্ঠী পাহাড়ে থাকে বলে তাদের সমতল ভুমির মানুষ অবহেলা করে। এমনি তাদের উপরে অত্যাচার করে। ত্রিপুরা মেয়েদের কে নির্যাতন করে। খবরিকা ত্রিপুরা আদিবাসীদের সুখে দুখে অতীতেও ছিলো, বর্তমানেও আছে এবং ভবিৎষ্যতেও থাকবে।”

এছাড়া ত্রিপুরা পাড়ার বাসিন্দা শান্তি ত্রিপুরা বলেন, “আমাদের এই পাড়ায় এই প্রথম কেউ আমাদের কম্বল দিয়ে সাহায্য করেছে। তাও একটা পত্রিকা। আমাদের এই ত্রিপুরা পাড়ার পক্ষ থেকে পাক্ষিক খবরিকাকে শুভেচ্ছা।”

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশ, নির্বাহী সম্পাদক রাজিব মজুমদার, বার্তা সম্পাদক রনজিত ধর, সহ সম্পাদক শরিফ উদ্দিন শিবলু, সহ সম্পাদক আমিনুল হক, সহ সম্পাদক এমরান হোসেন,বিশেষ প্রতিনিধি  আকাশ ইকবাল ও বিশেষ প্রতিনিধি ইমাম হোসেন।