শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে ইউসাম এর উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

FB_IMG_1467104494131

নিজস্ব প্রতিবেদক– মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকার সন্তানদের মধ্যে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় সমূহে পড়–য়া শিক্ষার্থীদের সংগঠন ‘ইউসাম’ এর উদ্যোগে গতকাল রবিবার ( ২৬ জুন) উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণে এক সেমিনার বারইয়াহাট আল হেরা স্কুলে অনুষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলতাফ হোসেন রাজুর সভাপতিত্বে উক্ত সেমিনারে বক্তব্য রাখেন ব্যাংকার আসাদ সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সদর উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ পারভেজ, ঢাবি শিক্ষার্থী যথাক্রমে সারোয়ার উদ্দিন ভূঞা, জাছেম বিন মুহিত, আমজাদ হোসেন ও জাহেদ হোসেন। চবি শিক্ষার্থী বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম ও শাখাওয়াত হোসেন। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আনিন্দ, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিব প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসসরাই উপজেলার বিভিন্ন কলেজে পড়–য়া শতাধিক শিক্ষার্থী। ইউসাম উদ্যোক্তাগন উপজেলার সকল শিক্ষার্থীদের প্রতি উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারন নিয়ে নানান নির্দেশনা দেয়া হয়।