শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নারীর প্রেম : পারভীন লিয়া

 

নারীর কাছেই শিখেছো প্রেম
শিখেছো ভালবাসা,
নারীর কাছেই পেয়েছো সুখ–
এই নারীর কাছেই আশা।

নারীই তোমায় যত্ন করে—
করে সর্ব চাওয়া পূরণ,
নারীর মাঝেই সুখ খোঁজ তুমি
নারীর মাঝেই হাসো।

এই নারী আর সেই নারী নয়
নারীকেই ভালবাসো—
অবহেলা আর অপমান করে
নারীর মাঝেই বাঁচো।

নারী তোমায় জন্ম দিলো ভীষন
কষ্ট পেয়ে,আঁচল দিয়ে ঢেকে নিলো,
আদর শাষনে বড় হলে তুমি
এই নারীর অবদানেই।

নারীই তোমার আদরের বোন,
নারীই, ভাগ্নি, ভাস্তি,
এই নারীই তোমার মা,খালা হয়
নারীই ফুফু, চাচী।

নারী শুধুই অবহেলা নয়
ভালবাসার জন্য, বোঝলে ভালো
না বোঝলে অন্য পথে চলো,
নারীর প্রতি শ্রদ্ধা রেখে নতুন কথা বলো।

পুরুষ তুমি নারী ছাড়া অসম্পু্র্ণ
এক শূণ্য অনাথ জাতি,
তোমার চোখের স্বপ্ন পুরণে–
জ্বালাও নারীর চোখেই বাতি।।