শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুই কাভার্ডভ্যানের চাপা ।। সীতাকুণ্ডে তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু

sd-6

সীতাকুণ্ড প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ভাটিয়ারী বানুর বাজার এলাকায় দুই কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মৃত মুসলিম উদ্দিন ছেলে নয়ন (৩২), মো. সৈয়দ হোসেনের ছেলে জাভেদ এবং রাকিব (৩২)। তাদের বাড়ি ছলিমপুর ফকিরহাট এলাকার ফকিরপাড়ায়। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখি একটি কাভার্ডভ্যান (চট্টমেট্টো-ট-১১-৫৭৩০) একই মুখি অপর একটি কাভার্ডভ্যানের পেছন দিকে ধাক্কা দেয়। দুই কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে মোটর সাইকেলটি (চট্টমেট্টো-হ-১১-২৫৪৯) ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেলের তিন আরোহীর মধ্যে নয়ন এবং রাকিব মারা যান। অপর আরোহী জাভেদকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক কাভার্ডভ্যান চালক জসিম উদ্দিনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করেছে। এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের ঢাকামুখি লেনটি যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করার পর দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটর সাইকেলটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল আবার শুরু হয়। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।