শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

করোনা দিনে বৈশাখ : জেসমিন সুলতানা চৌধুরী

বৈশাখ এলো এমন দিনে করোনা ভয় অতিমাত্রা
দেশটা জুড়ে জীবন যেন অনিশ্চিতে করছে যাত্রা !
প্রতিবছর আসতো বোশেখ আনন্দেরই পশরা নিয়ে
রং ছড়াতো সবার মাঝে রাঙা ভোরের আলো দিয?ে।

সর্ষে ইলিশ পান্তা ভাতে খুশির জোয়ার শহর-গাঁয়,
নাগরদোলায় দুলতো কতো আলতা পরা নুপূর পায়ে।
জুটি বেঁধে ঘুরতো সবে রঙ বাহারী রূপের সাজে,
হাটে মাঠে বসতো মেলা জাগতো সাড়া প্রাণের মাঝে!

লকডাউনে বন্দি মানুষ হতাশ মনে নেট দুনিয়ায়
দু:খের মাঝে রসের খোরাক ত্রাণ চুরিতে দেশ বেনিয়ার।
খাটের ভেতর তেলের মজুদ দেখতে সোনার চকচকে বার,
মাটির নিচে চালের বস্তা এক যুগেও নয় ফুরাবার।

কোভিড উনিশ নিলো কেড়ে বিষের থাবায় লাখো দুয়েক,
চলমান সব সৃষ্টি জগৎ, থমকে গেছে বিশ্ব বিবেক।
মহাশক্তি ন্যস্ত ছিল জীবন ধ্বংসে অস্ত্র তৈরি,
জীবন রক্ষায় গবেষণা, ছিল না যে কভু বৈরী।

চোখের সামনে ঝরছে প্রাণ হায় ! নেইতো করার কিছু,
কি বেদনার, মৃত্যুতে ও যায়না স্বজন আগে পিছু !
হে রহিম ও হে রহমান , দয়া করো , জ্ঞান দাও,
ভ্যাকসিন আবিষ্কারে তুমি সহায়, রহম করো হে।