শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৪ রাজ্যে কংগ্রেসের ভরাডুবি, শিলা দীক্ষিতের পদত্যাগ

norendro

ভারতে চারটি রাজ্যে রাজ্যসভা নির্বাচনে ভরাডুবি ঘটছে ক্ষমতাসীন দল কংগ্রেসের। রাজ্যগুলো হলো- দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান। এর তিনটি রাজ্যে কংগ্রেস নাকানি-চোবানি খেয়েছে। একটিতে কোনমতে বিজেপির সঙ্গে সমতা রক্ষা করেছে। সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে রাজস্থানে। সেখানে মোট ১৯৯ আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৪২ আসনে। আর কংগ্রেস জিতেছে মাত্র ২০ আসনে। এখানে ১৮ আসনের ফলাফলে এগিয়ে আছে বিজেপি। আর কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৪ আসনে। এ হিসাবে এক-সপ্তমাংশ আসনে জিতেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে বিজেপি জিতেছে ৮৬ আসনে, এগিয়ে আছে ৭৩ আসনে। কংগ্রেস জিতেছে ২২ আসনে। এগিয়ে আছে ৪১ আসনে। দিল্লিতে বিজেপি জিতেছে ২৮ আসনে। এগিয়ে আছে ৫ আসনে। কংগ্রেস জিতেছে ৬ আসনে। এগিয়ে আছে ২ আসনে। শুধু ছত্তিশগড়ে সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি ও কংগ্রেস। এখানে দু’ দলই ১৯টি করে আসনে বিজয় লাভ করেছে। তবে ফলাফল ঘোষণা হয় নি এমন ২৫টি আসনে এগিয়ে আছে বিজেপি। আর কংগ্রেস এগিয়ে আছে ২৪ আসনে। দিল্লিতে কংগ্রেসের এমন পরাজয়ের পর পদত্যাগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত। তিনি গতকালই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের কাছে। এখানে ১৫ বছর পর ক্ষমতায় আসছে বিজেপি। এটা এখন পরিষ্কার। গত ৪ঠা ডিসেম্বর অনুষ্ঠিত হয় এ চারটি রাজ্যের নির্বাচন।

 

উৎস-মানবজমিন

Leave a Reply