শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিরীয় বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৩৭

syria-28

সিরিয়ার সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে বেশকিছু বিদ্রোহী সেনা নিহত হয়েছেন। বিদ্রোহীরা সেনা অবরোধ ভাঙার চেষ্টা করলে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে বলে জানায় বিবিসি।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা নিহতদের সংখ্যা জানিয়েছে ৩৭ জন। সংবাদ সংস্থাটি নিহতদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে। অন্যদিকে, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে নিহত হয়েছেন ৪৫ জন। সংস্থার পরিচালক রামি আব্দুল রহমান জানান নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।রামি আরো জানান, বিদ্রোহীরা সেনাবাহিনীর হোমস এলাকার অবরোধ ভাঙতে হামলা চালিয়েছিল। সরকারি সৈন্যদের নিয়ন্ত্রণে থাকা খালিদিয়া এলাকায় অতর্কিত হামলা করে বিদ্রোহীরা। দুই বছর আগে থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত একলক্ষ লোক নিহত হয়েছেন সিরিয়ায়। একবছরেরো বেশি সময় ধরে বিদ্রোহী নিয়ন্ত্রিত হোমস এলাকা অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। অবরুদ্ধ অঞ্চলের হাজারো লোকজন ঠিকমত খাবারও সংগ্রহ করতে পারছে না।সবধরণের সরবরাহ বাইরে থেকে বন্ধ করে দেয়া হয়েছে। গত বছরের মাঝামাঝি জাতিসংঘ পর্যন্ত অবরুদ্ধ শহরগুলোতে ত্রাণ কার্যক্রম চালাতে পারেনি। এসব এলাকার লোকেরা শেষপর্যন্ত ইঁদুর, বিড়াল, কুকুর পর্যন্ত রান্না করে খেয়েছেন।

Leave a Reply