শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রহস্যজনক অগ্নিকাণ্ডে ভস্মিভূত গোয়ালঘর, নেভাতে গিয়ে গৃহকর্তাসহ আহত ৩০

আনোয়ারুল হক নিজামী :

mir 1

পুড়ে যাওয়া বসত ঘরের সামনে অসহায় পরিবার

‘রাত ১টার দিকে হঠাৎ গরুগুলোর আর্তচিৎকারে ঘুম ভেঙ্গে যায়। অবলা জীবগুলোর এমন অস্বাভাবিক চিৎকার শুনে নাতি মেজবাকে জাগিয়ে দৌড়ে বাইরে আসি। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে তাদের থাকার একমাত্র বাসস্থানটি। সেই সাথে ঝলসে গেছে ২টি গরুর বাছুর। আগুনের লেলিহান শিখা গোয়ালঘর থেকে আমাদের থাকার ঘরেও এসে পড়েছে। গরুগুলো বের করতে গিয়ে জ্বলন্ত কাঠ গায়ের ওপর পড়ে ঝলসে গেছে মাথা ও পিঠের বেশ কয়েকটি স্থান।’ – নিজের পুড়ে যাওয়া স্থানগুলো দেখিয়ে বুধবারের ভয়ংকর রাতটির এভাবেই বর্ণনা দিচ্ছিলেন গৃহকর্তা মীরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ষাটোর্ধ শেকান্তর আলী। এই আগুন নেভাতে গিয়ে আহত হয় আরো ৩০জন গ্রামবাসী। তবে গ্রামবাসীর তৎপরতায় রক্ষা পেয়েছে গোয়ালঘরে থাকা ৯টি গরু ও মূল বসতঘরটি। আগুনের সূত্রপাত সম্পর্কে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য শাহ আলম (৩৫) মনে করেন, পুড়ে যাওয়া ঘর রান্নাঘর থেকে নিরাপদ দূরত্বে। আর ঘটনার দিন পরিবারের ৫ সদস্যের অন্যান্যরা বাইরে থাকার সুবাদে এই আগুন শত্র“তা বশত: কেউ লাগিয়ে থাকতে পারে। ঘটনার পরদিন বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের স্থান ও ক্ষতিগ্রস্থদের সাথে সাক্ষাৎ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, পৌরসভা কমিশনার নূর নবী, কমিশনার রিজিয়া খাতুন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় স্থানীয় পৌরসভা কমিশনার নূর নবী বলেন, “ঘটনার স্থান ও ভিকটিমদের সাথে সাক্ষাৎ করেছি। পৌরসভা মেয়রের সাথে আলোচনা করে অনতি বিলম্বে এ রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”

Leave a Reply