Sunday, February 23Welcome khabarica24 Online

মায়ের চরিত্রে টেনশনে শাবনূর!

মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাবে টেনশনে পরেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর।

জানাগেছে, ঢালিউডের অনেক পরিচালকই আবার শাবনূরকে চলচ্চিত্রে ফিরিয়ে আনতে চাইছেন। তবে তা নায়িকা চরিত্রে নয়। নায়ক-নায়িকার মায়ের চরিত্রে। এ খবর শুনেতো ভীষন চটেছেন শাবনূর। পরিচালকরা কিভাবে তাকে এমন প্রস্তাব দেয় তাও তার মাথায় আসছে না। তবে হ্যা, ফের অভিনয় করলে নায়িকা চরিত্রেই অভিনয় করবেন তিনি। সরাসরি এমন কথাই জানিয়েছেন নায়িকা। পরিচালকদের এমন আচরণে ক্ষোভের পাশাপাশি হতাশাও ঝরছে তার কন্ঠে।

প্রসঙ্গত সম্প্রতি পরিচালক মানিক তাকে বাদ দিয়ে ‘ইটিস পিটিস প্রেম’ ছবিতে নিয়েছেন নবাগত এক নায়িকাকে। অথচ এ ছবিতে কাজ করার কথা ছিল শাবনূরের। কিন্তু শাবনূরের অস্বাভাবিক মুটিয়ে যাওয়া তাকে এ ছবি থেকে বাদ দিয়ে দেয়। তবে তিনিও ছাড়ার পাত্রী নন। আবারো ‘সেই শাবনূর’ ফিরবে বলে আশ্বস্থ করেছেন শাবনূর।

এ প্রসঙ্গে শাবনূর বলেন, হয়তো একটু মুটিয়ে গেছি। নিজেকে পুরনো রুপে ফিরিয়ে আনারও চেষ্টা করছি। তার মানে এই নয় যে নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে আমাকে অভিনয় করতে হবে।

Leave a Reply