শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট ইয়ামিনের শপথ

1111

দীর্ঘ দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার পর মালদ্বীপের নতুন গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক স্বৈরশাসক মামুন আবদুল গাইয়ুমের সৎভাই ও প্রগ্রেসিভ ?পার্টির (পিপিএম) নেতা আবদুল্লাহ ইয়ামিন। রোববার সংসদের বিশেষ অধিবেশনে দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি আহমদ ফায়েজ। এসময় নবনির্বাচিত প্রেসিডেন্টকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। একই সময় ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন পিপিএম পার্টির নেতা মোহাম্মদ জামিল। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দানকালে তিনি বলেন, বিশ্বের পর্যটকদের সবচেয়ে আকর্ষণের দ্বীপপুঞ্জ মালদ্বীপের উন্নতি ও সমৃদ্ধির পথ সুগম করার জন্য কাজ করবেন তিনি।তিনি বলেন, আমি মালদ্বীপের জনগণের নিরাপত্তা ও এ অঞ্চলে মালদ্বীপিয়ানদের উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব। এছাড়া এ অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গেও আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।ইয়ামিনের শপথ গ্রহণের সময় সাবেক প্রেসিডেন্ট নাশিদ এবং মামনুনও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ইমাদ মাসুদ জানিয়েছেন, শপথ গ্রহণের এই অনুষ্ঠানে ৫০ জন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন। শনিবারের তৃতীয় দফা নির্বাচনে প্রায় অবিশ্বাস্যভাবে জয় লাভ করেন পিপিএম’র প্রার্থী ইয়ামিন। নির্বাচন কমিশনের তথ্য মতে, প্রথম দুই দফা নির্বাচনে এগিয়ে থাকা ডেমোক্র্যাটিক পার্টির (ডিপিএম) প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের চেয়ে প্রায় তিন শতাংশ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন তিনি। নাশিদ পেয়েছেন ৪৮ দশমিক ৬১ শতাংশ ভোট, অন্যদিকে ইয়ামিন পেয়েছেন ৫১ দশমিক ৩৯ শতাংশ ভোট। রোববার সকালে ইয়ামিনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিক ফলাফল নিশ্চিত করে দেশটির নির্বাচন কমিশন।প্রধান নির্বাচন কমিশনার ফুয়াদ তৌফিক ঘোষণা করেন, তৃতীয় দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে। এতে ১ লাখ ১১ হাজার ২০৩ ভোট লাভ করেছেন ইয়ামিন। অন্যদিকে, নাশিদ লাভ করেছেন ১ লাখ ৫ হাজার ১৮১টি ভোট।নাশিদের পরাজয় স্বীকারমালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সাবেক স্বৈরশাসক মামুন আবদুল গাইয়ুমের সৎভাই ও প্রগেসিভ পার্টির (পিপিএম) প্রার্থী আবদুল্লাহ ইয়ামিনের কাছে পরাজয় স্বীকার করেছেন ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) প্রার্থী মোহাম্মদ নাশিদ। তৃতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণের পর প্রাপ্ত ফলাফলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শনিবার রাতে রাজধানী মালেতে সাংবাদিকদের নাশিদ বলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি পরাজয় স্বীকার করছি। নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, আর পিছু ফেরা নয়। এবার দেশকে শান্তির পথে এগিয়ে নেয়া দরকার। এএফপি।
উৎস-যুগান্তর

Leave a Reply