শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুবাই টেস্টের প্রথম দিনেই ২৯ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা

sd

দুবাই: আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পর দুবাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অবিশ্বাস্যভাবে ভেঙে পড়েছে পাকিস্তান। সিরিজে পিছিয়ে পড়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসার চেষ্টা করছে।

মাত্র ৯৯ রানে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে দিয়ে ৪৯ ওভার মোকাবেলায় প্রথম দিন শেষে ৩ উইকেটে ১২৮ রান স্কোরবোর্ডে জমা করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম দিনেই ২৯ রানের লিড নিয়েছে তারা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসে আঘাত হানেন পাকিস্তানি বোলার জুলফিকার বাবর। ২৪ রান করা আলভিরু পিটারসনকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন জুলফিকার বাবর। দলীয় রান তখন ৩৭। পিটারসনের বিদায়ের পর ক্রিজে আসেন ডিন এলগার। অধিনায়ক গ্রায়েম স্মিথ এলগারকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন। ৯১ রানের মাথায় ২৩ রান করা এলগারকে আজহার আলীর ক্যাচে পরিণত করেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল।

এরপর অভিজ্ঞ জ্যাক ক্যালিসকেও বেশিদূর এগোতে দেননি স্পিনার সাঈদ আজমল। সাঈদ আজমলের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পা দেয়ার আগে নিজের নামের পাশে মাত্র ৭ রান যোগ করেন জ্যাক ক্যালিস। অধিনায়ক গ্রায়েম স্মিথ ছিলেন ব্যাট হাতে অবিচল। দিন শেষে ৬৭ রানে অপরাজিত থাকেন স্মিথ। এটি তার ৩৮তম টেস্ট অর্ধশতক। অপর প্রান্তে ডেল স্টেইন ৩ রানে অপরাজিত ছিলেন।

এর আগে বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরের স্পিনে নাকাল হয়েছে মিসবাহ উল হকের দল। অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে। মাত্র ৩৬.৪ ওভার মোকাবেলা করতে পেরেছে হোয়াটমোরের শিষ্যরা।

পাকিস্তানের পক্ষে মাত্র পাঁচ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ২৫ রান করেন ৯ নম্বরে ব্যাট করতে নামা পেসার জুলফিকার বাবর। ২১ রান এসেছে শান মাসুদের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির পাঁচটি ও ডেল স্টেইনের শিকার তিন উইকেট।

Leave a Reply