রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হিরণ পত্নী জেবুন্নেছা বেসরকারিভাবে নির্বাচিত

barisal-15-6-pic===1_111500

বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ। রোববার সকাল আটটা থেকে একটানা ভোটগ্রহণ চলে। শেষ হয় বিকেল চারটায়। এরপর শুরু হয় গণনা।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, জেবুন্নেছা আফরোজ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছে ৬ হাজার ১৩৬ ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৯টি। ভোট কক্ষ ৮১০টি। মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ৯৬৭ এবং নারী ১ লাখ ৭১ হাজার ২৬১ জন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার জানান, নির্বাচনে শতকরা ৫০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল সংসদ সদস্য হিরনের মৃত্যু হলে বরিশাল-৫ (সদর) আসনটি শূন্য হয়।