সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২১ ফেব্রুয়ারি রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে

benjir_70693
আল-কায়েদার হুমকির বিষয়টি মাথায় রেখে ২১ ফেব্রুয়ারি রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বেনজির আহমেদ বলেন, আল-কায়েদার অডিও বার্তাটি আরো ২ মাস আগে প্রচার করা হয়েছে। ওই ঘটনা নিয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন তদন্ত করছেন। ২১ ফেব্রুয়ারি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারো নগরবাসী সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বেনজির বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে নীলক্ষেত, কাঁটাবন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ২৮টি পয়েন্টে ব্যারিকেড দেয়া হবে। একইসঙ্গে ৫৭টি সিসি ক্যামেরার মাধ্যমে শহীদ মিনারের আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, এসব এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা, নারী গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম এবং রিজার্ভ ফোর্স শহীদ মিনারের আশপাশের এলাকায় নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।
উৎস- যুগান্তর