সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাকাকে স্মার্ট সিটিতে পরিণত করতে হবে: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চিরাচরিত বৈশিষ্ট ও আবেগকে ধারণ করেই ঢাকাকে স্মার্ট সিটিতে পরিণত করতে হবে। প্রথমেই অবকাঠামো নির্মাণ করে এলাকা ভিত্তিক উন্নয়নকে গুরুত্ব দিতে হবে।

ঢাকায় মেট্টোপলিটান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস আয়োজিত “ Exploring the Dynamics of the City” শীর্ষক Front Runner অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন ২০৪১ সালে নির্মিতব্য উন্নত বাংলাদেশকে সামনে রেখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মহাপরিকল্পনা গ্রহণ করেছে।টেকসই উন্নয়নের জন্য অন্যান্য দপ্তররের ও প্রযুক্তিগত মহাপরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি।

এ সময় অন্যান্যের মাঝে মেট্টোপলিটান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস-এর প্রেসিডেন্ট মিজ নিহাদ কবির ও ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বক্তব্য রাখেন ।