শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আরশাদ সভাপতি, সম্পাদক হালিম মিরসরাই ইয়ুথ ফোরাম,ইউএই এর কমিটি গঠন

Arshad-Halim
ইউএই প্রতিনিধি :
সংযুক্ত আরব আমিরাতের বসবাসরত মিরসরাই প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন মিরসরাই ইয়ুথ ফোরাম ইউএই এর নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আরশাদ নুর কে সভাপতি ও আবদুল হালিমকে সাধারণ সম্পাদক করে ২০১৭ সালের জন্যে ৩৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার দুবাইয়ের জাবিল পার্কে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামরুল হাসান জনি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মেজবা ভূঁইয়া, সহ-সভাপতি লিটন খান, সহ-সভাপতি সালাহ উদ্দিন ( আজমান), সহ-সভাপতি সালাউদ্দিন ( আল আইন), যুগ্ন সম্পাদক মোয়াজেম হোসেন রুবেল, মোহাম্মেদ কামরুল হোসেন, আরিফ ( আল আইন ), আফজাল হোসেন, আসিফ আলী খান, সাংগঠনিক সম্পাদক জাহেদ (আল আইন), সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মেদ মুরাদ, জুয়েল চৌধুরী, হোসেন আরিফ, অর্থ  সম্পাদক রেজাউল করিম (আল আইন), সহ অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম, প্রচার সম্পাদক সরওয়ার উদ্দিন রণি, সহ প্রচার সম্পাদক মোহাম্মেদ মিজান, আইনুল কবির সোহাগ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মেদ সামস, মোবাস্সের হুদা, ফজলুল হক, আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাহ পরাণ, প্রবাসী ও সেবা সম্পাদক মোহাম্মেদ ওয়াহিদ,  রিয়াজ উদ্দিন (আজমান), জুয়েল ( দুবাই), শহীদ টিপু, মোহাম্মেদ দিদার, নির্বাহী সদস্য মেজবাউল আলম সাত্তার, ইমরান হক, আরিফ রহমান, সাইদুল ইসলাম সায়েদ, রণি মীর। এছাড়া উপদেষ্টা রয়েছেন মোহাম্মেদ হাফেজ উল্ল্যাহ, সরওয়ার ইকবাল, মেহেদী হাসান, সেলিম, মঞ্জুরুল হোসেন, হাসান চৌধুরী, মহিউদ্দিন, নশু, রকিব উদ্দিন, আকবর হোসেন ও নূর নবি।
কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠানে এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রকিব উদ্দিন, আরশাদ নুর, মেজবা ভূইয়া, লিটন খান, আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন রুবেল, মেজবাউল আলম সাত্তার প্রমুখ। তারা বলেন, মিরসরাই প্রবাসী ও মিরসরাইয়ের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই ইয়ুথ ফোরামের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে ৩০০ সদস্য এতে অন্তর্ভূক্ত হলেও আগামী হাজার ছাড়িয়ে যাবে এর সদস্য পদ। আরব আমিরাতে বসবাসরত মিরসরাই প্রবাসী সহ সর্বস্তরের মিরসরাইবাসীর সহযোগিতাও কামনা করেন এ নতুন কমিটি।