সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (ঢাকা)-র স্টুডিও থিয়েটার হলে চট্টগ্রামের নরেন আবৃত্তি একাডেমির প্রযোজনা মঞ্চায়ন

14585519_10209752653167298_200521204_n

আগামী ১৪ই অক্টোবর রোজ শুক্রবার সন্ধ্যা ৬.৩০টায় চট্টগ্রামের স¦নামধন্য আবৃত্তি চর্চা প্রতিষ্ঠান নরেন আবৃত্তি একাডেমি এবার চট্টগ্রামের পরিমন্ডল পেরিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের অন্যতম প্রযোজনা কব্যনাটক “অমাবস্যা” রচনা ও নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য এবং কাব্যপালা “কাঁদে বাংলা, কাঁদে মাটি” রচনায় মোকদ্দেম মোরশেদ, নির্দেশনায় মিশফাক রাসেল। কোরিওগ্রাফিতে মিতাশা মাহরিন, অংশগ্রহণ করবেন সৈয়দ হোসেন বাবু, নাদিরা ফেরদৌস মিতু, জয়শ্রী বড়ুয়া, মিতাশা মাহরিন, শেখ রাসেল, জয়নাল জেক, রিপন ধর, রাফাহ নানজিবা র্তোসা, শেখ ফাহাদ, সাইফ উদ্দিন ফরহাদ, মিজানুর রহমান সজীব, কুহেলিকা সেন, রাবেয়া আক্তার স্বপ্না, ফারজিন হাসান মৌমিতা, তৌহিদা জাহান ইউসরা, সাদমান, সুনিত, নওশিন, নওরিন, অজয় চক্রবর্তী, খলিল, জান্নাতুল মাওয়া, শিমলা, মং ওয়াই সিং, মহসিন, আনিকা, সনুপা, জয়া, সেতু দাস, তন্ময় দাস, সোহান সৌরভ ধর প্রমূখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন ও রফিকুল ইসলাম এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুর-এ-সাত্তার কল্লোল।
প্রতিবেদক: মো: সাইফ উদ্দিন ফরহাদ, নরেন আবৃত্তি একাডেমি, চট্টগ্রাম।