সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মহাসড়কে চালকদের মাঝে হাইওয়ে পুলিশের সতর্কতা মুলক লিফলেট বিতরণ

highowa-police-pic-10-09

নাছির উদ্দিন ঃ
ঈদ মোবারক প্রথমে এই শুভেচ্ছা জানিয়েয়ে “সাবধানে পথ চলুন, নিরাপদ থাকুন, আপনার সচেতনতাই আপনাকে নিরাপদে বাড়ী পৌঁছে দেবে, অজ্ঞান পার্টির কবল থেকে নিজেকে রক্ষা করুন, ট্রাফিক আইন মেনে চলুন” এ রকম বিভিন্ন পরামর্শ মূলক লিখা সম্ভলিত লিফলেট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী দূর পাল্লার বাস চালকদের মাঝে বিতরণ করেছেন হাইওয়ে পুলিশ। শনিবার ১০ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকার ভিবিন্ন অংশে এই লিফলেট বিতরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ করনে, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনজার্চ এসআই মো. ফরিদ উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে একদিকে যেমন ঘরমুখো মানুষের বাড়ী ফেরার জট, তেমনি এর সুযোগে কিছু অসাধূ লোক এই ফাঁকে খাদ্য দ্রব্যের সাথে নেশা জাতীয় ঔষুধ মিশিয়ে যাত্রীদের অজ্ঞান করে তাদের মালামাল লুটে নেয়। তাছাড়া ওই যাত্রীর জীবন নিয়েও টানাটানি পড়ে। তাই আসন্ন ঈদে যাতে ঘরমুখো মানুষগুলো নিরাপদে নির্বিঘেœ বাড়ী ফিরতে পারে সে জন্য হাইওয়ে পুলিশের এই উদ্যোগ। এ বিষয়ে লিফলেট বিতরণকারী হাইওয়ে পুলিশের এসআই মো. ফরিদ উদ্দিন বলেন, ঈদে অন্যান্য পেশাজীবিদের ছুটি থাকলেও হাইওয়ে পুলিশের খুব একটা ছুটি হয়না। পরিবার পরিজন ছেড়ে মানুষের জান-মালের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা রাত দিন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। এর পরেও মানুষ যাতে নির্বিঘেœ বাড়ী ফিরতে পারে সে জন্য আমাদের এই উদ্যোগ। আমরা মনে করি লিফলেটের লেখাগুলো পড়ে কেউ যদি একটু সচেতন হয় তাহলে আমাদের পরিশ্রমের সার্থকতা। আমরা চাই সবাই যাতে নিরাপদে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগা ভাগি করতে পারে। এদিকে লিফলেটটি হাতে নিয়ে দেখা যায়, একজন মানুষকে সচেতন করতে যা যা দরকার তার সবগুলো লেখাই এর মধ্যে রয়েছে। এছড়াও পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে রিজিওন থেকে হোয়াইকং হাইওয়ে পুলিশ ফাঁড়ি কক্সবাজার পর্যন্ত মুঠোফোনে নাম্বার দেয়া আছে। এই বিশাল এলাকার কোথাও কোন যাত্রী অথবা চালক কোন সমস্যায় পড়লে যাতে দ্রুত তারা পুলিশের সহায়তা পেতে পারে। সেজন্য ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মোট ২৫টি পুলিশ স্টেশনের নাম্বর দেয়া আছে এতে।