রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাট গ্রীণ টাওয়ারের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

Mirsarai pic, 10.07 Mirsarai pic, 2-10.07

নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ের বারইয়ারহাটে সদ্য উদ্বোধনকৃত মার্কেট গ্রীণ টাওয়ারের র‌্যাফের ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষনানুযায়ী গতকাল (সোমবার ১০ জুলাই) বিকেলে মার্কেট প্রাঙ্গনে এই রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রীণ টাওয়ারের পরিচালক আলী হায়দার টিপুর সঞ্চালনায় এবং মার্কেটের চেয়ারম্যান জহির উদ্দিন ইরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্ল্যাহ, সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ, গ্রীণ টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর আলম। পরিচালক সৈয়দ আলীম উদ্দিন, সামস উদ্দিন, নিজাম উদ্দিন, নাছির উদ্দিন, পেয়ার আহম্মদ, বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোতালেব খানসাব, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন প্রমুখ। নতুন মার্কেট হিসেবে উদ্বোধনের পর থেকে মার্কেটের ব্যবসায়ীরা ক্রেতাদেরকে ঈদ উপহার হিসেবে প্রতি ২০০ টাকার পণ্য ক্রয় করার সাথে একটি করে লাকী কূপন প্রদান করেন। যাতে ৭০টি সান্তনা পুরস্কারসহ সর্ব মোট ৮১টি পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে, ১০০ সিসি ১টি মোটর সাইকেল, যার কূপন নং-২৮৮৯৪, ২য় পুরস্কার ১টি ফ্রীজ, যার কূপন নং-১২৮৬ (দেয়া হয়েছে), ৩য় পুরস্কার ১টি এলইডি টেলিভিশন, যার কূপন নং-৮২১৭, ৪র্থ পুরস্কার ২টি ২১ ইঞ্চি টেলিভিশন, যার কূপন নং-৪৬৮২৯ এবং ৪৩১০৯ (২টি), ৫ম পুরস্কার ১টি ওভেন, যার কূপন নং-২২৪৭১, ৬ষ্ঠ পুরস্কার ২টি বাই সাইকেল, যার কূপন নং ৩০৩৫৮ এবং ২৯৬৯১ (২টি), ৭ম পুরস্কার ১টি ডিনার সেট, যার কূপন নং-২০৮২০, ৮ম পুরস্কার ২টি স্মার্ট মোবাইল ফোন, যার কূপন নং-৬৫৩৫ (দেয়া হয়েছে) ৭১০২ (২টি), ৯ম পুরস্কার ১টি সিলিং ফ্যান যার কূপন নং-৩৭৪৬৯, ১০ম পুরস্কার ২টি রাইস কুকার যার কূপন নং-৪২২৬১ এবং ৫৪১৬ (২টি), ১১তম পুরস্কার ২টি প্রেসার কুকার যার কূপন নং-৪৫৭৩৪ এবং ৩১৬৭৭। এছাড়া সান্তনা পুরস্কার হিসেবে রয়েছে ২০টি ছাতা ও ৫০টি মগ। উল্লেখিত কূপন নাম্বারের সাথে যাদের কূপন নাম্বারের মিল রয়েছে তাদেরকে এবং অন্যান্য সকল ক্রেতা (যারা উপস্থিত ছিলেন না) তাদেরকে মার্কেটে গিয়ে কমিটির সাথে যোগাযোগ করার জন্য আহবান করা হয়েছে।