শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তনু হত্যাকান্ড: উত্তাল কুমিল্লা শহর

12074730_491426271045922_6372588520050308306_n

খবরিকা ডেস্ক:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জানান তনুর হত্যাকান্ডের প্রতিবাদে আজ উত্তাল সাগরে পরিনত হয়েছে কুমিল্লাহ শহর। শিক্ষাথী ও সাধারণ মানুষ আজ অবরোধ করেছে কুমিল্লা অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
শিক্ষার্থীরা জানিয়েছেন তনু হত্যার বিচার না হলে উক্ত কর্মসূচী গুলো পালন করবেন।

প্রশাসন যদি তনু হত্যার বিচার করতে না এগিয়ে আসে তবে আমাদের পরবর্তী পদক্ষেপ গুলো হলো।
১,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা
২,কুমিল্লা ও ক্যান্টনমেন্ট এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষনা করা
৩,রেল লাইন অবরোধ করা
৪,ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করা,কোন প্রকার বানিজ্যিক যানবাহন চলতে দেয়া যাবেনা
৫,ডি,সি অফিস অবরোধ এবং কর্মবিরতি
৬,থানা অবরোধ,কর্মবিরতি
৭,সকল শিক্ষক কর্মবিরতি দেবেন
৮,দৈনিক মিছিল, বিক্ষোভ করা হবে
৯,ছাত্রীরা অনশন করবে
১০,প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন পাঠানো হবে।