রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এফডিসিতেই সম্পন্ন দিতির জানাজা

12596622_10208428803505193_1174511417_o-1-copy

গতকাল ঢাকার গুলশানে আজাদ মসজিদে বাদ এশা চিত্রনায়িকা দিতির প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। সেখানেই সারারাত দিতির মরদেহ রাখা হয়। হিমঘর থেকে সকাল দশটায় লাশ আনা হয় দিতির দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে।

এফডিসিতে দিতির জানাযায় অংশ নিতে চলচ্চিত্রাঙ্গনের মানুষদের ঢল নামে। জানাযায় অংশ নিতে আসেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া আরো উপস্থিত ছিলেন অভিনেতা আলমগীর, রুবেল, মিজু আহমেদ, আহমেদ শরীফ, ওমর সানী, অভিনেত্রী চম্পা, বিন্দু, নাসরিন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, এস এ হক অলিক প্রমুখ। উপস্থিত ছিলেন দি্তির মেয়ে লামিয়াও।

এফডিসিতে দিতির জানাযায় সিনিয়র অনেক অভিনেতা-অভিনেত্রী তাকে শ্রদ্ধা জানাতে এলেও আসেননি নতুন প্রজন্মের কেউই। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

জানাযা শেষে দিতির লাশ তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হয়। জানা যায়, সেখানে বাদ যোহর তার তৃতীয় ও শেষ জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

খবর: ঢালিউড২৪.কম