মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আমেরিকার নতুন অদৃশ্য বোমারু বিমান

Plane-220151102050721

খবরিকা ডেস্ক::আমেরিকা পৃথিবীর অপ্রতিরোধ্য এক দেশ। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তাদের বিচরণ নেই। তারা যা চায় তাই তৈরি করতে পারে। আমেরিকা সর্বদিক দিয়ে আমাদের এই গ্রহে একক অধিপত্য এখনো বজায় রেখেছে যেমন : শিক্ষা, প্রযুক্তি, বিনোদন, অর্থনীতি এবং সমরাস্ত্র।

অতি সাম্প্রতিক তারা এমন একটি সমরাস্ত্র তৈরি কারেছে যা আজ পযর্ন্ত বিশ্বে কোনো সমরাস্ত্র উন্নত দেশ এই মানের প্রযুক্তি আবিস্কার করতে পারে নাই।

পেন্টাগন খুব গোপনীয়তার সাথে এই প্রযুক্তি নিয়ে কথা বলে। তবে আমেরিকার বিমান বাহিনী বলেছে যে, তারা ১০০ বিলিয়ন ডলারের একটি ওড়ার নিয়েছে যার মধ্যে ১০০টি নতুন লং রেঞ্জার স্ট্রাটেজিক বোমারু বিমান।

এই বোমারু বিমানগুলো পাইলট ব্যতীত চলতে পারবে। এর বিশেষত্ব হলো এরা যখন আকাশে উড্ডয়ন করবে তখন এরা সম্পূর্ণ অদৃশ্য থাকবে। এতে করে এই বিমান পৃথিবীর যে কোনো জায়গায় পরমাণু অস্ত্র বহন করতে পারবে।

এই বিমানগুলো আমরা বিভিন্ন সাইন্সফিকশন ছবিতে দেখতে পাই, যা আজ আমাদের সামনে সত্যিকার রূপ দিতে চলছে, আমেরিকার বিমান বাহিনী।