রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ১০টি স্বর্ণের বারসহ একজন আটক

নিজস্ব প্রতিনিধি :::মীরসরাইয়ে ১০টি স্বর্ণের বারসহ জাবেদ আহম্মদ নয়ন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ। গত রোববার (১৮অক্টোবর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিস্থান পেট্রোল পাম্প এলাকায় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটককৃত জাবেদ আহম্মদ নয়ন সিলেট জেলার কোতয়ালী থানার আবুল হোসেনের ছেলে। আটককৃত স্বর্ণগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। সে দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জায়গায় স্বর্ণ পাচার করে আসছিলো।মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এম.এ ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে থানার পুলিশ পরিদর্শক দিপংকর রায় ও উপ-পরির্দশক অলিউল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালান। এসময় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি বাসে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ জাবেদ আহম্মদ নয়নকে আটক করা হয়। জাবেদের পায়ের জুতায় স্বর্ণের বার গুলো লুকানো ছিল। এক পায়ের জুতায় ৫টি করে বার রাখা ছিল। প্রতিটি বারে ১০ তোলা করে মোট ১০০ তোলা র্স্বন উদ্ধার করা হয়। এব্যাপারে একটি মামলাদায়ের করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত থাকার ব্যাপারেও খোঁজখবর নেয়া হচ্ছে। জাবেদ স্বর্ণগুলো সিলেটের শিবগঞ্জ এলাকার ছোটনের জন্য নিয়ে যাচ্ছিলো বলে জানা গেছে।