বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আতংকিত পৃথিবীটা : হামিমা জামিল রুমা

পৃথিবীর মন ভালো নেই, ভালো নেই  কেউ
করোনা নামের ভাইরাস এসে বয়ে দিলো আতংকের ঢেউ।।
মানছেনা কোনো ক্ষমতা ধরের চেয়ার
ধূলিসাৎ করে দিচ্ছে ক্ষমতাবানের অহংকার।
যাকে ধরেছে সে হারিয়েছে আপনজন,
মৃতের পাশে ভুলেও যাচ্ছে না ভালোবাসাময় প্রিয়জন।
হায়রে জীবন স্বার্থপরতার ভীড়ে হয়েছে অসহায়
আপন বলতে নিজের আত্মাটা ছাড়া আরতো কেহ নয়,
কিসের বড়াই এতো দামী গাড়ি বাড়ি আর সম্পদ!
কিছুই রবে না, রবে আত্মাটাই!!
এই পৃথিবী বড়ই আজব অনেক বেশি স্বার্থপর
প্রয়োজনের তাগিদে শুধু রূপের পরে রূপ,
মানুষ রুপি গিরগিটিরা মুহূর্তে রঙ বদলায়,
রঙের মেলায় ধোকার ভেলায় ভালো মানুষরাই ঠকে যায়।
তারপরেও ভালো আছে বলেই আছে পৃথিবী।
সুস্থ হয়ে ওঠো পৃথিবী, ভেঙে ফেলো লকডাউন
সব বিভেদের রেখা মুছে দিয়ে করো নতুন ভোরের আগমন।।