Monday, February 10Welcome khabarica24 Online
IMG_6778
কামরুল ইসলাম:: পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ৭ম টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার ( ৩রা মার্চ) সম্পন্ন হয়েছে। বিকাল ২.৩০ টায় পশ্চিম জোয়ার ঈদ গা সংলগ্ন মাঠে খেলা অনুষ্ঠিত হয় । খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সভাপতি তোফায়েল আমিন মানুদ সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন ওমর ফারুক ইমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. আবুল হোসেন, মনসুর আহম্মদ মুজিব, ইছমাইল হোসেন, শহিদুল আলম শহিদ, এটিএম মোর্শেদ ফারুক রিংকু। ফাইনাল খেলায় প্রতিদন্ধীতা করে রংধনু ক্লাব (শুবপুর বাসস্ট‍্যান্ড) বনাম শাপলা একাদশ (সাবেরহাট) । ফলাফলে শাপলা একাদশকে ৪ উইকেটে হারিয়ে জয়লাভ করে রংধনু ক্লাব। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় সুজন, ম্যান অব দ্য ফাইনাল মুরাদ, সেরা ব্যাটসম্যান জাহেদ, সেরা বোলার সুজন