রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা

index3_152431
বৃহস্পতিবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ৬ অক্টোবর দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহপিরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনসহ তথ্য মন্ত্রণালয়, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। জিলহজ মাস শুরু হবে শনিবার। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদ পালন করে থাকে। এ হিসেবে আগামী ৬ অক্টোবর (১০ জিলহ্জ) সোমবার দেশে ঈদুল আজহা পালিত হবে।
উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৪ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হবে।