রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করুন

image_170962.hasan-mahmood (1)

 

৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে তাদের প্রতিহত করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে। দলের নেতা-কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, যারা ওই দিন বিশৃঙ্খলা করবে, তাদের প্রতিহত করতে হবে। এদের (বিএনপি) শক্তি শেষ হলেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।তিনি বলেন, ৫ জানুয়ারি আমরা গণতন্ত্রের বিজয় দিবস পালন করব। আর বিএনপি ওই দিন কালো দিবসের কর্মসূচি দিয়েছে। আসলে তারা একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের জনগণ তাদের সেই সুযোগ দেবে না। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা সংবাদ সম্মেলন নিয়ে মন্তব্য করেন ড. হাছান।
তিনি বলেন, সংবাদ সম্মেলনের আগে খালেদা জিয়ার হাঁকডাক দেখে বিএনপির নেতাকর্মীরা মনে করেছিল, আজ একটি বোমা ফাটাবেন। কিন্তু তার (খালেদা) বক্তব্যে হতাশা প্রকাশ পেয়েছে। খালেদা জিয়ার ভুল নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তার প্রতি আস্থা হারাচ্ছেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি।আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া বলেছেন, আমাকে একটি গোষ্ঠী মাইনাস করতে চায়। কিন্তু আমরা তাকে মাইনাস করতে চাই না। বরং ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছেন। এখন আন্দোলনের মাঠে অবস্থান করতে না পেরে দেশবাসীর কাছ থেকেও মাইনাস হচ্ছেন। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।