শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২০২১ সালের মধ্যে মিরসরাইয়ের প্রত্যেকটি পরিবারে বিদ্যুৎ প্রদান করা হবে

mirsarai pic 26.06

নিজস্ব প্রতিনিধি ঃ ——–আজ শুক্রবার বাদ জুমা উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মিরসরাইয়ের ইসলামপুরে বিদ্যুয়ানের শুভ উদ্ধোধন কালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। অুনষ্ঠানে পল্লী বিদ্যুতের পরিচালক আলী আহসানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা বিপি নিজামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, বিগত সরকারের আমলে বিএনপি শুধু পিলার টানিয়েছে কিন্তু বিদ্যুৎ দিতে পারেনি। একমাত্র আওয়ামীলীগ লীগ সরকার ক্ষমতায় আশার পর মানুষের ভাগ্য বদল হয়েছে। হারিকেনের আলোর বদলে এখন বৈদ্যুতিক বাল্ব জ্বলবে। এছাড়াও আগামাী ২০২১ সালের মধ্যে মিরসরাইয়ের প্রত্যেকটা পরিবারের কাছে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুত মিরসরাই জোনাল অফিসের ডেপুটি জেনার‌্যাল ম্যানেজার এমাজ উদ্দিন সরকার, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফজলে এলাহী অলি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধূরী, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, ১নং করেরহাট ইউনিয়নের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রমুখ। এসময় প্রাথমিক পর্যায়ে ওই এলাকার মোট ২২৯টি পরিবারে বিদ্যুতের লাইন সঞ্চালনের শুভ উদ্ধেধন করেন প্রধান অতিথি।