রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১১৬ আরোহী নিয়ে আলজেরীয় বিমান বিধ্বস্ত

algerie_127009

১১৬ আরোহী নিয়ে আলজেরীয় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুরকিনা ফাসো থেকে আলজেরিয়ায় যাওয়ার পথে আফ্রিকার সাহারা অঞ্চলে পৌঁছানোর পর বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বিমানটি মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এয়ার আলজেরির ফ্লাইট এএইচ ৫০১৭ বুরকিনা ফাসোর ওয়াগাডউগু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ১৭ মিনিটে। এর ৫০ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর ৫টা ১০ মিনিটে বিমানটির আলজেরিয়ায় পৌঁছানোর কথা ছিল।আলজেরিয়ান এক বেসামরিক বিমান পরিবহন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘আমি নিশ্চিত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।’ তবে কোথায় এবং কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে এ ব্যাপারে কিছু জানাননি তিনি। এমডি-৮৩ উড়োজাহাজটির ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু। স্পেনের বেসরকারি বিমান পরিবহন সংস্থা সুইফটএয়ার এর কাছ থেকে ভাড়া করা হয়েছিল বিমানটি। এয়ার আলজেরি জানায়, বিধ্বস্ত বিমানটির যাত্রীদের মধ্যে ফ্রান্সের অন্তত ৫০ জন নাগরিক ছিলেন। এছাড়া বুরকিনা ফাসোর ২৪ জন, লেবাননের আটজন, আলজেরিয়ার চারজন এবং লুক্সেমবার্গের দুইজনের নাম রয়েছে যাত্রীদের তালিকায়।