রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সৈয়দ আশরাফকে ‘দুই আনার’ মন্ত্রী বললেন ফখরুল

asraf-fakhrul_46907

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দুই আনার মন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বিকেলে নীলফামারী শহরের উন্মুক্ত মঞ্চে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দুই আনার মন্ত্রী বলেই মার্কিন মন্ত্রী নিশা দেশাই এবং বাড়ির কাজের মেয়ের নামে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনাকে বিদ্রুপ করা হয়েছে।দেশের মানুষের কাছে আওয়ামীলীগের দায়বদ্ধতা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, গত ৫জানুয়ারীর নির্বাচনে জনগণের অংশগ্রহন ছিলো না। শুধু বিএনপি নয় দেশের অধিকাংশ দল ওই নির্বাচনে অংগ্রহণ করেনি যার কারণে বর্হিবিশ্বে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।বিশ্বের কাছে ভোটার বিহীন নির্বাচনের বৈধতা নিতে বিএনপির নামে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, জামায়াতের সাথে আওয়ামী লীগও অতীতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তার ইতিহাসও মানুষের জানা রয়েছে।দেশের সব প্রতিষ্ঠানকে ধংস করে আওয়ামীলীগ গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাষণ চালাচ্ছে। পার্লামেন্ট ভাল চলছে, কোন কিস্তিখোর নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অগ্রহণযোগ্য মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ তার কাছ থেকেই কিস্তিখোর শিখছে।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে সুসংহত করেছেন মন্তব্য করে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে মির্জা ফখরুল বলেন, এভাবে চলতে থাকলে দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক ভবিষ্যত আছে বলে মনে হয় না।দেশকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে অবিলম্বে দ্রুত সকল দলকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই। জনগণের দাবী নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দেয়া না হলে, সাংঘর্ষিক কোন পরিস্থিতি তৈরি হলে দায় দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে।জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আনিসুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান, কেন্দ্রীয় নেতা আলমগীর সরকার, আখতারুজ্জামান মিয়া, আমজাদ হোসেন সরকার, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উর রহমান বক্তব্য রাখেন।সম্মেলন শেষে অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরীকে সভাপতি ও শামসুজ্জামান জানানকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।