সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাড়ে ৯ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী

image_51166.kamrul

খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম সংসদে জানিয়েছেন, দেশের সরকারি গুদামে বর্তমানে সাত লাখ ৩৩ হাজার টন চাল ও দুই লাখ ১৭ হাজার টন গম মোট ৯ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সরকারি খাদ্য গুদামে মজুদকৃত খাদ্যশস্য ছাড়াও চট্টগ্রাম বন্দরে ভাসমান অবস্থায় ৩৩ হাজার টন গম আছে, যা খালাস করা হচ্ছে।
সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার (পিএফডিএস) অধীনে খাতসমূহে নিয়মিত খাদ্যশস্য সরবরাহ এবং অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ ও বিদেশ থেকে আমদানির কারণে প্রতিদিনই খাদ্যশস্যের মজুদের পরিবর্তন ঘটে। বর্তমানে আমন মৌসুমে চাল সংগ্রহ অব্যাহত আছে এবং বিদেশ থেকে গম আমদানি করা হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের মজুদ বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া, যা অব্যাহত আছে।