সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সালাহ উদ্দিনের সন্ধানে পুলিশের সার্চ কমিটি

image_202091.dmp-logo20131223193141

 

বিএনপির নিখোঁজ যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনের সন্ধানে সার্চ কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
কমিটিতে রয়েছেন- ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম, ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম, পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইকবাল হোসেন, ডিএমপি ট্রাফিকের (উত্তর) সহকারী উপ-কমিশনার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনেওয়াজ রয়েছেন।সার্চ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে মনিরুল ইসলাম বলেন, তিনি (সালাহ উদ্দিন) নিখোঁজ না আত্মগোপনে তা খতিয়ে দেখবে সার্চ কমিটি।
গোয়েন্দা সূত্রে জানা যায়, সালাহ উদ্দিনের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক বা পুরোনো কোনো শত্রুতা তার নিখোঁজ হওয়ার সঙ্গে সম্পৃক্ত কি না সে বিষয়ে অনুসন্ধান চলছে।জানা গেছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই শক্তিশালী সার্চ কমিটি কাজ করছে। সালাহ উদ্দিনের সন্ধানে বিশেষ নজরদারিতে রয়েছে তার পরিবারের সদস্যরাও। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কয়েকজন নেতাও রয়েছেন নজরদারিতে। এছাড়া বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও অপহরণচক্রের বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।