সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সরকারের বিদায় না হওয়া পর্যন্ত গুম অপহরণ বন্ধ হবে না: খালেদা জিয়া

khaledajia_94312

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের বিদায় না হওয়া পর্যন্ত গুম অপহরণ বন্ধ হবে না।অপহরন, গুম খুন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, জঙ্গীবাদ মদদে আওয়ামী লীগ জড়িত। তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য জুলুমবাজ সরকারকে হঠাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। ভয় ভীতি ও মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি বণেন, আলোচনার দরজা এখনো খোলা আছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য যে কোন সময় আলোচনা হতে পারে। খালেদা জিয়া বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ কোনো দায়িত্ব পালন করতে পারেনি। সরকার যেভাবে বলে তারা ঠিক সেভাবেই আদেশ-নিষেধ পালন করে। তাই এ নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠ নির্বাচন হতে পারে না। তিনি বলেন, এই সরকার দলের কোনো নেতাকর্মীকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এমপি, মন্ত্রীরাও নিয়ন্ত্রণে নেই। এমনকি তথাকথিত বিরোধীদলও তাদের নিয়ন্ত্রণে নেই।এর আগে বিকেলে সোয়া ৫টায় বেগম খালেদা জিয়া আলোচনা সভায় এসে যোগ দেন। বেলা ৩টা থেকে শুরু হওয়া জাগপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওয়ানা মো. ইসাহাক, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা এমএ রকিব, এলডিপির মহাসচিব ডা. রেদোয়ান আহমেদ, পিপলস লীগের চেয়ারম্যান খাজা গরিবে নেওয়াজ প্রমুখ।