শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সংসদের মুলতবি অধিবেশন শুরু হচ্ছে আজ

image_67190.sangsad-04
দশম সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ বসবে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক হবে। এদিকে টানা চার দিন বিরতির পর আজ রবিবার বিকেল ৫টায় আবার বসছে সংসদের মুলতবি অধিবেশন। আজকের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা ছাড়াও মন্ত্রীদের প্রশ্নোত্তর রাখা হয়েছে।সংসদ সচিবালয় জানিয়েছে, চলতি সপ্তাহেই বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিগুলো গঠিত হবে। এরই মধ্যে কমিটির সদস্যদের নামের তালিকা তৈরি করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চিফ হুইপ আ স ম ফিরোজ কমিটি গঠনের প্রস্তাব তুলবেন। পরে সংসদ তা অনুমোদন করবে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি গঠিত পাঁচটি সংসদীয় কমিটির মধ্যে কার্যউপদেষ্টা কমিটি ও সংসদ কমিটি বৈঠক করেছে। আজ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।সংশ্লিষ্টরা জানান, আজকের বৈঠকে ‘সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনেশন অ্যান্ড প্রিভিলিজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৪’ নিয়ে আলোচনা হবে। গত ১৮ মার্চ জাতীয় সংসদে এই বিলটি উত্থাপনের পর আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এই বিলে সুপ্রিম কোর্টের বিচারকদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এটি চলতি দশম সংসদের প্রথম বিল। এ পর্যন্ত ছয়টি বিল সংসদ সচিবালয়ের আইন শাখায় জমা হলেও শুধু এটিই উঠেছে।