রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সংলাপ বা মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকারের কোন চিন্তা নেই

27867_songlap

সরকারের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আলোচনার আগ্রহ প্রসঙ্গে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, সংলাপ সবসময়ই ভালো। সংলাপের মাধ্যমেই সকল সমস্যার সমাধান করতে হবে। কিন্তু সংলাপের প্রশ্ন এখনও আসেনি। সামনে হয়তো আসবে। তবে সংলাপ বা মধ্যবর্তী নির্বাচন নিয়ে বর্তমানে সরকারের কোন চিন্তা নেই।শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাশেদ খান মেনন ছাড়াও প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আমেনা মোহসিন। বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করে ভুল করেছে উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করা ছিলো বিএনপির সিদ্ধান্ত। এই রাজনৈতিক ভুলের খেসারত তাদের দিতেই হবে। বেসিক ব্যাংক, হলমার্ক, ডেসটেনি, শেয়ারবাজার কেলেংকারী নিয়ে প্রশ্ন উঠলে মেনন বলেন, এ ধরণের ঘটনা নি:সন্দেহে ডাকাতি। তবে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে সর্বদলীয় লোক। যেমন শেয়ার বাজার কেলেংকারী তদন্তে বিএনপি নেত্রীর একজন কাছের লোকও জড়িত বলে জানা গেছে।