রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ষষ্ঠ দফা ৪ দিনের রিমান্ডে তারেক সাঈদ

image-3_111107

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জড়িত র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে ষষ্ঠ দফায় ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়িচালক হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই হত্যাকান্ডের ঘটনায় ১৬ মে রাতে ঢাকা সেনানিবাস থেকে ৫৪ ধারায় তারেক সাঈদকে গ্রেফতার করে পুলিশ। ১৭ মে প্রথম দফায় ৫ দিনের, দ্বিতীয় দফায় ২২ মে ৮ দিনের, তৃতীয় দফায় ৩১ মে ৫ দিনের, চতুর্থ দফায় ৪ জুন ৫ দিনের এবং ৯ জুন পঞ্চম দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।