রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শ্রীলঙ্কায় ভূমিধসে ১০ প্রাণহানি, নিখোঁজ ৩০০

image_145120.sri-lanka

 

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তিন শতাধিক লোক। তবে প্রাণহানি ও নিখোঁজের তালিকার দীর্ঘতরই হচ্ছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, বুধবার সকালে রাজধানী কলম্বোর পূর্বাঞ্চলের বাদুলা জেলায় মৌসুমী ভারি বর্ষণের ফলে অন্তত দেড় শতাধিক বসতবাড়ি ভেসে গেছে। অতিবর্ষণের ফলে জেলার পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়।ভূমিধসের খবর পাওয়ার পরপরই দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধারকারী বাহিনীর বিশেষ দল তৎপরতায় নেমে পড়ে। গত ক’সপ্তাহ ধরে ভারি বর্ষণের পর পুরো শ্রীলঙ্কাজুড়েই ভূমিধসের সতর্কতা জারি করা হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী কলম্বোর ২০০ কিলোমিটার পূর্বে বাদুলার হালদুমুলা শহরের মেরিয়াবেদা চা বাগান এলাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র শরঠ কুমারা বলেন, এসব ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি ও তিন শতাধিক লোকের নিখোঁজ থাকার কথা নিশ্চিত হওয়া গেছে।স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানান, আবহাওয়া এখন খানিকটা পরিষ্কার। উদ্ধারকারী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে কিছু এলাকায় কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা মানো পেরেরা বলেন, কিছু কিছু বাড়ি মাটির ৩০ ফিট ভেতরে দেবে গেছে। তবে, উদ্ধারকারী বাহিনী সর্বোচ্চ ‍তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।