সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শ্রীলংকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শেখ হাসিনার অভিনন্দন

image_173523.hasina-22

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকার নবনির্বাচিত রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনাকে অভিনন্দন জানিয়েছেন।
মাইথ্রিপালা সিরিসেনার কাছে প্রেরিত এক বার্তায় তিনি বলেন, ‘একই সাথে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তাদের নেতা নির্বাচনের জন্য আমি শ্রীলংকার জনগণকেও অভিনন্দন জানাই। তাদের নেতা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া, সুশাসন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার প্রতিফলন ঘটেছে।’
প্রধানমন্ত্রী শ্রীলংকায় নতুন যুগের পুনর্গঠন এবং স্থিতিশীলতা আনতে মাইথ্রিপালা সিরিসেনার সাফল্য কামনা করেন।
তিনি বলেন, শ্রীলংকার সাথে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে মূল্যায়ন করে বাংলাদেশ।
তিনি বলেন, ‘আগামী দিনে আমি বিভিন্ন বিষয়ে আপনার সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’
এছাড়াও বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বেরও প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘২০১৩ সালের এপ্রিল মাসে আপনার বাংলাদেশ সফরের সময়ে আমাদের বৈঠকের কথা এখনও আমার স্মরণে আছে।’
প্রধানমন্ত্রী শ্রীলংকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তার সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।