সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত সকাল ৯টায়

solakia_156659
দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবারও ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত এ জামাত পরিচালনা কররেন মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। মাঠের আশপাশে এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
জামাতে মুসুল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে সরকারিভাবে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন ভোর পৌনে ৬ টায় ময়মনসিংহ থেকে এবং একটি সকাল ৬ টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের উদ্দেশ্যে ছেড়ে আসবে। শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক এস.এম আলম রাইজিংবিডিকে জানান, সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।তবে দেশের বৃহত্তম এ ঈদ গা মাঠে বিরাজমান বিভিন্ন সমস্যার ফলে মুসুল্লিদের কিছু ভোগান্তিও রয়েছে । স্থান সংকট, অজু খানার স্বল্পতা, মাঠের জলাবদ্ধতা, পয়ঃনিস্কাশন ও বিশুদ্ধ খাবার পানির সমস্যা রয়েছে।  এ ছাড়া মাঠের দক্ষিণ পাশে নরসুন্দা নদীর উপর সেতু না থাকায় চলাফেরায় সমস্যাও রয়েছে। সাধারণ মুসুল্লিরা এই সব সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।১৮২৮ সালে নরসুন্দা নদীর তীরে ৭ একর আয়তন বিশিষ্ট শোলাকিয়া ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সে হিসাবে এবারের জামাত হবে ১৮৭ তম ঈদ জামাত। জেলার দূর দূরান্তসহ অন্যান্য জেলা থেকেও বিপুল সংখ্যক মুসুল্লি শোলাকিয়া জামায়াতে অংশ নেন।